খড়দহে রেশন ডিলারের বাড়িতে দুষ্কৃতী-হামলা, মারধর তোলা না পেয়ে
বেস্ট কলকাতা নিউজ : টাকা দিতেই হবে ব্যবসা করতে গেলে, এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত সমীর বসুর এমনটাই দাবি। দীর্ঘদিন ধরেই খড়দহ পুরসভার কুলীনপাড়ায় একদল দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ ওঠে রেশন ডিলার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাওয়ার। সমীর বসুর নেতৃত্বাধীন দুষ্কৃতীদের বিরুদ্ধে শীর্ষেন্দু চক্রবর্তীর বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তোলার টাকা না পাওয়ায় । অভিযোগ বাঁশ, লাঠি, লোহার রড, ইট দিয়ে হামলা চালানো হয় বলে ।
কুলীনপাড়া এলাকার চক্রবর্তী পরিবারে ৪ ভাই। তার মধ্যে রেশন ব্যবসায়ী শীর্ষেন্দু চক্রবর্তী। দুষ্কৃতীদের মারধরের চোটে হাসপাতালে ভর্তি তিনি। পরিবারের অভিযোগ প্রায় ৩০ জন দুষ্কৃতীর একটি দল তোলা না পেয়ে হামলা চালায় বলে।ছেলেকে বাঁচাতে গেলে মারধর করা হয় রেশন ডিলার শীর্ষেন্দু চক্রবর্তীর মা-কেও, এমনটাই অভিযোগ। আতঙ্কিত তিনিও।অভিযুক্ত সমীর বোস তৃণমূল কর্মী। স্বীকারোক্তি ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলরের। দলের নাম ভাঙিয়ে বহিরাগতদের নিয়ে এই কাজ করা হয়েছে বলে জানান স্থানীয় কাউন্সিলর স্বরাজ দাস। তবে দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেই দাবি তাঁর। এফআইআর দায়ের করা হয়েছে খড়দহ থানায়। এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসন কবে ব্যবস্থা নেয়, দেখার সেটাই। অভিযুক্তরা অধরা। তাদের খোঁজে তল্লাশিতে পুলিস।