ঘূর্ণিঝড় দানার দাপটে বাতিল বিমান পরিষেবা, কলকাতায় চিকিৎসা করাতে এসে চরম বিপাকে ক্যান্সারে আক্রান্ত এক বাংলাদেশি প্রৌঢ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাস্তায় কার্যত বনধের চেহারা। বন্ধ ট্রেন। সন্ধ্যা ছ’টা থেকে কলকাতা থেকে উড়ছে না কোনও বিমান। তাতেই বিপাকে অসংখ্য মানুষ। এদিন বিকালে দেখা গেল বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন আখতারুদ্দিন। কিন্তু বিমান বাতিলের খবর ছিল না তাঁর কাছে। বৃহস্পতিবার রাতের বিমানে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো কলকাতা বিমানবন্দরে এসে গিয়েছিলেন। সেখানে এসে জানতে পারেন যে ঘূর্ণিঝড় দানার কারণে সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এদিকে ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত।

বিপাকে পড়ে শেষ পর্যন্ত কথা বলেন সংশ্লিষ্ট বিমান সংস্থার আধিকারিকদের সঙ্গে। কিন্তু, কোনও বিমান না থাকায় পুনরায় ফিরে যেতে হল হোটেলে। আখতারুদ্দিন বলছেন, “আমি ঢাকায় যাব। রাত আটটায় ফ্লাইট ছিল। কিন্তু সব তো বাতিল হয়ে গিয়েছে। আমি জানতাম না যে সব বিমান বাতিল হয়ে গিয়েছে। আর তো কোনও উপায় নেই। কোনও হোটেলে উঠছি। আমার বাইপাসের ধারে এক হাসপাতালে চিকিৎসা হচ্ছে। পরশু এসেছিলাম। আজ চলে যাওয়ার কথা ছিল। কিন্তু, যেতে পারলাম না।”

এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা শেষ বিমান ওড়ে কলকাতা বিমান বন্দর থেকে। তারপর থেকে শুক্রবার সকাল পর্যন্ত বাতিল সব উড়ান। বেলা থেকে ফের চালুর কথা রয়েছে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। তবে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় সর্বতোভাবে প্রস্তুত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। দুর্গাপুজোর জন্য যে আলোর সাজসজ্জা লাগানো হয়েছিল তাও খুলে ফেলা হয়েছে। যাত্রীদের মালপত্র বহনকারী ট্রলিগুলিও একটি নির্দিষ্ট স্থানে রেখে বেঁধে ফেলা হয়েছে। ডিপারচার গেটের সামনে বালির বস্তাও বসানো হয়েছে। এদিকে রাত ১২টা থেকেই ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় দানার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *