চরম বিপাকে যোগী সরকার ! শীর্ষ আদালতের নোটিশ বুলডোজার কান্ডে, নির্দেশ জবাবদিহিরও
বেস্ট কলকাতা নিউজ : ফের খবরের শিরোনামে উঠে এলো উত্তর প্রদেশের শাসকদল বিজেপির বুলডোজার কান্ড। সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে জবাব চাইল বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে । মূলত যোগী সরকারকে শীর্ষ আদালতের কাছে জবাবদিহি করতে হবে আগামী তিনদিনের মধ্যে। এদিন সুপ্রিম কোর্টের কাছে আপিল করা হয়েছিল জামিয়াত উলেমা-ই-হিন্দের তরফে। সেই মামলার প্রেক্ষিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হয় । আদালতের তরফে আরও বলা হয়েছে, বাড়ি ভাঙা যাবে না সঠিক প্রক্রিয়া না মেনে ।
বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের তরফে এও বলা হয়েছে, অভিযোগ জানানোর জন্য সরকার অনেক সময় পাবে। কিন্তু সব নাগরিককে সুরক্ষিত রাখতে হবে তার মধ্যে । সমাজ গড়ে ওঠে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়েই। তাই তাঁদের কোনও সমস্যা হলে, চেষ্টা করতে হবে তার সমাধান করার। বাড়ি ভেঙে দেওয়ার মতো কাজ করতে গেলে করতে হবে আইন মেনেই ।তবে উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে, নিয়ম মতই বাড়ি ভাঙা হয়েছে। অভিযোগকারীরা বলেছিলেন, নোটিস দেওয়া হয়নি বাড়ি ভাঙার আগে। কিন্তু আদালতে যোগী সরকার সেই দাবি উড়িয়ে দিয়েছে । তারা আরও জানিয়েছে, বাড়ি ভাঙার কাজ করা হয়নি কোনও বিশেষ সম্প্রদায়কে নিশানা করে।