চিরতরে বিদায় নিলেন ‘৮২ ইতালির বিশ্বজয়ের নায়ক পাওলো রোসি
বেস্ট কলকাতা নিউজ : ক্রীড়াজগতে ফের আর এক বার নক্ষত্রপতন ঘটলো বিষাক্ত ২০২০-তে। ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার মৃত্যুশোকের রেশ কাটতে না কাটতেই জীবনযুদ্ধের লড়াইয়ে এবার হার মানলেন ১৯৮২ ইতালির বিশ্বজয়ের নায়ক পাওলো রোসি। দীর্ঘ রোগভোগের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৬৪ বছর বয়সেই।
রোসি ইতালির বিশ্বজয়ে গতি এনেছিলেন ‘৮২ স্পেন বিশ্বকাপে ৬ গোল করে। ১৯৭৮ এবং ১৯৮২ বিশ্বকাপে ইতালির জার্সি গায়ে ৯টি গোল করা রোসি হলেন এখনও অবধি সর্বোচ্চ স্কোরার (রবার্তো বাজ্জিও এবং ক্রিশ্চিয়ান ভিয়েরির সঙ্গে যুগ্মভাবে)। ১৯৮২ -র বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের বিরুদ্ধে রোসির হ্যাটট্রিক ছিটকে দিয়েছিল টুর্নামেন্ট ফেভারিট সাম্বার দেশকেও। ওই বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে নেওয়ার পাশাপাশি রোসি নির্বাচিত হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবেও।এক কিংবদন্তির উত্থান চাক্ষুষ করেছিল বিশ্ব ফুটবলও।