ঝড়ের গতিতে বাড়ছে রান্নার গ্যাসের দাম, জানুন কোন রাজ্যে গ্যাসের দাম সবচেয়ে বেশি
বেস্ট কলকাতা নিউজ : প্রতিনিয়ত দাম বেড়ে চলেছে রান্নার গ্যাসের ।যার জেরে মধ্যবিত্ত বাড়িতে কপালে পড়েছে চিন্তার ভাজও। রান্নার গ্যাসের দাম বেড়েছে গত বছর ডিসেম্বরেই। দেশের চারটি বড়ো শহর যথাক্রমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার রান্নার গ্যাসের দামের দিকে যদি নজর দেওয়া হয় তা হলে দেখা যাবে এক বিশাল দামের হেরফের। ভর্তুকিহীন এই রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে এই চারটি শহরের মধ্যে কলকাতাই রয়েছে সবথেকে শীর্ষস্থানে।রান্নার গ্যাসের দাম সবথেকে বেশি এই কলকাতাতেই। দিল্লিতে গ্যাসের দাম ৭১৪ টাকা, মুম্বাইতে ৬৮৪.৫০ টাকা, চেন্নাইতে ৭৩৪ টাকা এবং কলকাতাতে যার দাম ৭৪৭ টাকা। স্বভাবতই কলকাতার মধ্যবিত্ত পরিবারের যথেষ্ট উদ্বেগও রয়েছে রান্নাঘরের এই অত্যন্ত প্রয়োজনীয় জ্বালানির দামের জন্য। দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার মধ্যে রান্নার গ্যাসের দামের ভিত্তিতে তাই কলকাতাই রয়েছে প্রথম সারিতে যা চিন্তার কারন হয়ে হানা দিচ্ছে মধ্যবিত্তের পকেটে।