তবে কি আসছে চলেছে ভয়াবহ দিন? ভয়ঙ্কর হতে পারে তৃতীয় ঢেউ, আশংকা চরমে
বেস্ট কলকাতা নিউজ : কিছুটা ভাইরাসের হাওয়া কমলেও দ্বিতীয় ঢেউয়ের থেকেও তৃতীয় ঢেউ ভয়ঙ্কর হতে পারে। আর ওমিক্রনের হানায় চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে দেশ তথা এ রাজ্যেও। রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছতে পারে ৩৫ থেকে ৩৬ হাজারে৷ আর তার আগেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বেসরকারি হাসপাতালগুলিকে চিঠি দিয়ে সতর্ক করে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে বললেন৷ মহানগরে ইতিমধ্যেই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন স্থানীয় ভাবে ছড়িয়েছে বলেও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বীকার করে নিয়েছেন৷ বৃহস্পতিবার রাজ্যে ২ হাজার ছাড়িয়ে গিয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা৷ ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার পার করল জুন মাসের পর৷ কিন্তু রাজ্য স্বাস্থ্য দফতর মনে করছে, এই সংখ্যাটা কিছুই না৷ আগামী কয়েকদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়ে যেতে পারে কয়েক গুন বেড়ে৷