তারাপীঠ মন্দির বন্ধ থাকতে চলেছে কৌশিকী অমাবস্যায়
বেস্ট কলকাতা নিউজ : দর্শনার্থীদের জন্য তারাপীঠ মন্দির বন্ধ থাকবে কৌশিকী অমাবস্যায়। সোমবার এ সংক্রান্ত একটি বৈঠকও হয় রামপুরহাটে মহকুমাশাসকের সভাকক্ষে জেলাশাসক, পুলিশ সুপার ও মন্দির কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ১২ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত তারাপীঠ মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেন এই বৈঠকের শেষ হওয়ার পরে।
দর্শনার্থীদের উদ্দেশ্যে মন্দিরের গর্ভগৃহের দরজা দিন কয়েক আগে খুলেছিল লকডাউন পর্বে প্রায় তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পরে। এমনকি নানা ব্যবস্থাও নেওয়া হয়েছিল স্বাস্থ্যবিধি মেনে ভিড় নিয়ন্ত্রণের জন্যও । তবে কৌশিকী অমাবস্যায় প্রতিবছর কয়েক লক্ষাধিক লোকের সমাগম হয় তারাপীঠ মন্দির প্রাঙ্গনে। সংক্রমণ রুখতে এবার সেই ভিড় এড়াতেই কৌশিকী অমাবস্যার আগেই দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানিয়ে দেওয়া হল মন্দির কমিটির পক্ষ থেকে।