দমদমের এই বৃক্ষপ্রেমীর অবশেষে প্ল্যাস্টিককেই হাতিয়ার সবুজ রক্ষার জন্য
বেস্ট কলকাতা নিউজ : লাইটপোস্ট, গাছের ডাল, ঘরের বারান্দা সব জায়গাতেই গাছ, দমদমকে নতুন ভাবে সাজাচ্ছেন পার্থসারথি বাবু । যার একমাত্র উপকরণ হল প্ল্যাস্টিক। উল্লেখ্য, বায়ু দূষণ কিংবা পরিবেশ দূষণ দুটোই ক্রমশ চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভারতে বায়ু দূষণ মাত্রা এর সব থেকে বেশি দিল্লিতে। কিছুদিন আগে কলকাতার এই বায়ু দূষণ টেক্কা দিয়েছে দিল্লীকেও। আমরা মুখে পরিবেশ সচেতনতার কথা বললেও, কিন্তু তার কতটুকু মেনে চলি? আমাদের এই রোজনামচাই আমাদের নিজেদের অজান্তেই ক্রমশ হয়ে উঠছে চরম ক্ষতিকর। উত্তরাধিকার সূত্রে সে ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মেরও।