দিল্লি বিস্ফোরণের পর কলকাতায় বাড়তি নিরাপত্তা বড়দিন, বর্ষবরণে, বিভিন্ন পয়েন্টে থাকবে দমকলের ২৬ টি ইঞ্জিন
বেস্ট কলকাতা নিউজ : রাজধানীতে প্রকাশ্য রাস্তায় গাড়ি বিস্ফোরণের পর হাই অ্যালার্ট জারি হয়েছিল দেশের সব মেট্রো শহরে। এবার বড়দিন ও বর্ষবরণ উপলক্ষ্যে শহরে নিরাপত্তা আঁটসাঁট করতে তৎপর লালবাজার। পার্ক স্ট্রিট, ধর্মতলা চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি, শহরের বড়ো শপিং মল, পানশালাগুলিতে বাড়তি নজরদারি শুরু করা হচ্ছে বলে সূত্রের খবর। একইসঙ্গে শহরে সীমানাজুড়ে চলবে নাকা চেকিং। আপৎকালীন পরিস্থিতিতে শহরে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা দ্রুত নেভাতে আগাম ব্যবস্থা রাখছে দমকল বিভাগ। শহর ও শহরতলির বিভিন্ন পয়েন্টে প্রস্তুত থাকছে ইঞ্জিন ও বাইক।

এদিকে লালবাজার জানিয়েছে, বড়দিন ও বর্ষবরণে শহরজুড়ে অতিরিক্ত ২ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে নিরাপত্তার দায়িত্বে। ৮-১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন সুরক্ষা বেষ্টনীর তত্ত্বাবধানে। তাঁদের নির্দেশে কাজ করবেন প্রায় ২০-২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ থাকবেন দায়িত্বে। একইসঙ্গে, গ্রাউন্ড লেভেল অপারেশন চালাবেন ২৭ জন ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ এবং ২৫০ জন সাব ইন্সপেক্টর। গোটা শহর জুড়ে তৈরি করা হচ্ছে ১৫টি ওয়াচ টাওয়ার। যার মধ্যে শুধু পার্ক স্ট্রিট চত্বরেই থাকবে ৫টি। আপৎকালীন পরিস্থিতি সামলাতে প্রস্তুত থাকছে কুইক রেসপন্স টিম। মহিলাদের নিরাপত্তায় থাকছে কলকাতা পুলিশের উইনার্স টিম। সাদা পোশাকের পুলিশকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে। লালবাজার থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবেন পদস্থ কর্তারা।
অন্যদিকে, আসন্ন বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষ্যে আগাম প্রস্তুতি নিল রাজ্যের দমকল বিভাগ। সোমবার বিকেলে নিউটাউনের দমকল ভবনে সাংবাদিক সম্মেলন করেছেন দপ্তরের মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, আমাদের রাজ্যে বর্তমানে ১৬৭টি দমকল কেন্দ্র রয়েছে। বড়দিন ও বর্ষবরণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও, ২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩০ ও ৩১ ডিসেম্বর কলকাতা ও শহরতলির বিভিন্ন স্পেশাল পয়েন্টে দমকলের ২৬টি ইঞ্জিন রাখা হবে। এছাড়াও, ৪৮টি বাইক থাকবে। এর মধ্যে অ্যালেন পার্ক, হাজরা মোড়, টালিগঞ্জ মেট্রো, পার্কসার্কাস সেভেন পয়েন্ট, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, যাদবপুর থানা প্রভৃতি এলাকায় সাউথ কলকাতা ডিভিশনে ৯টি ইঞ্জিন ও ১৪টি বাইক মোতায়েন থাকবে। শিয়ালদহ স্টেশন, বো বারাক, বাইপাস প্রভৃতি এলাকায় নর্থ কলকাতা স্টেশনে ৪টি গাড়ি ও ৮টি বাইক থাকবে। হাওড়া স্টেশনে একটি গাড়ি ও একটি বাইক মোতায়েন থাকবে।

