দুঃস্থদের রাস্তা দেখাচ্ছে শিলিগুড়ির স্টুডেন্ট হেলথ হোম
শিলিগুড়ি : আজ থেকে ৩০ বছর আগে শুরু হয়েছিল পথ চলা, চলছিল ভালোই, কিন্তু হঠাৎ করে থমকে গিয়েছিল শিলিগুড়ি স্টুডেন্ট এর কাজ। যেন মুছে গিয়েছিল শিলিগুড়ি স্টুডেন্ট হেলথ হোম। মানুষের পাশ থেকে সরে গেলে মানুষ আর মনে রাখে না, শিলিগুড়ি স্টুডেন্ট হেলথ হোম যেন সেই রাস্তাতে হাট ছিল। তবে আবার যেন সূর্যোদয় হল, কিছু শুভ বুদ্ধিমান মানুষের আশ্রয় এবং তাদের সহযোগিতায় শুরু হলো শিলিগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের কাজ । শুরু হলো মিটিং এবং গুরুত্বপূর্ণ বৈঠক , যেখানে ডাকা হল সদস্যদের। ঠিক হয় নামকরা ডাক্তারদের আনা হবে, এবং একেবারে কম টাকা দিয়ে চেকআপ করা হবে। মানুষের পাশে দাঁড়াবে স্টুডেন্ট হেলথ হোম। আবার শুরু হবে রোগীদের আনাগোনা। মূলত ,শিলিগুড়ির আশ্রমপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের স্টুডেন্ট হেলথ হোমের এর নাম ছড়িয়ে গেছে গোটা শিলিগুড়ি শহর জুড়ে।