নববর্ষের প্রথম দিন থেকেই খাদ্যসামগ্রী বিলি নির্দেশ দেওয়া হল স্কুলে ছুটি থাকলেও
বেস্ট কলকাতা নিউজ : ছুটি থাকলেও স্কুলে পড়ুয়াদের জন্য খাদ্যসামগ্রী বিলি করতে হবে নববর্ষের প্রথম দিনে।মূলত ১ জানুয়ারি সরকারি ছুটির তালিকাভুক্ত। তাই ওই দিন কী ভাবে মিড-ডে মিল দেওয়া হবে, প্রশ্ন উঠছিল এমনকি সেই নিয়েও । যদিও রাজ্যের শিক্ষা দফতর মঙ্গলবার জানিয়ে দিয়েছে, ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই স্কুলগুলিকে মিড-ডে মিলের সামগ্রী দিতে হবে নির্ধারিত সূচি অনুযায়ী। এদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী স্কুলগুলি ছুটি থাকবে ১ জানুয়ারি নববর্ষ উপলক্ষে। তাই কিছু শিক্ষক-শিক্ষিকা প্রশ্ন তোলেন, ১ জানুয়ারি ছুটির দিনে মিড-ডে মিলের সামগ্রী বিতরণ করা হবে কী ভাবে? ওই দিনের পরিবর্তে তাঁরা জানুয়ারি মাসের ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে দেওয়ার প্রস্তাব করেন।
তবে কয়েকটি জেলার স্কুল পরিদর্শক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী শনিবার অর্থাৎ ১ জানুয়ারি থেকেই স্কুল থেকে অভিভাবকদের হাতে তুলে দিতে হবে মিড-ডে মিলের সামগ্রী । শিক্ষা দফতর জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ছাত্র দিবস’ পালন করার কথা জানিয়েছেন ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। এক শিক্ষাকর্তা জানান, পড়ুয়ারা যে-সব সুবিধা পায়, সেই সমস্ত সুবিধা যতটা সম্ভব দিতেই হবে ১ জানুয়ারি থেকে ৭ তারিখের মধ্যেই।