নিট পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিতে নেওয়া হল বিশেষ উদ্যোগ, মেট্রো চলবে রবিবার সকাল ১০টা থেকেই
বেস্ট কলকাতা নিউজ : রবিবারও কলকাতায় মেট্রো চালবে নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিতে। মেট্রো রেল কর্তৃপক্ষ এমনই ঘোষণা করেছে। মেট্রো চালানো হবে রবিবার সকাল ১০টা থেকেই। মেট্রো রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার একথাই জানিয়েছেন সাংবাদিক বৈঠকে। অন্যদিকে ১২ তারিখের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে নিট পরীক্ষার্থীদের কথা ভেবেই।
এদিকে ইস্টওয়েস্ট মেট্রো চালু হচ্ছে সোমবার থেকেই । পরিষেবা মিলবে আপাতত ১২ ঘণ্টা। মেট্রো চালানো হবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে আগের দিন টিকিট কাটতে হবে। আর যাত্রীরা পরের দিনের টিকিট কাটতে পারবেন সেমবার রাত ৮টার পর। ৩০সেপ্টেম্বর পর্যন্ত স্মার্ট কার্ড রিচার্জ করতে হবে। কারণ স্মার্ট কার্ডের রিচার্জ অত্যন্ত জরুরি ই পাস পাওয়ার ক্ষেত্রে।
যাঁদের স্মার্ট কার্ড নেই তাঁদের অনলাইনে স্লট বুক করে, তার কালার প্রিন্ট আউট বের করে কিউআরটি কোড দেখাতে হবে স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানকে। তবেই তাঁরা স্টেশনে প্রবেশের অনুমতি পাবেন। ট্রেন চলবে ১০ থেকে ১৫ মিনিট অন্তর অন্তর। একটি ট্রেনে চড়তে পারবেন না এমনকি ৪০০ জনের বেশি যাত্রী।