পাহাড়ে কমল তাপমাত্রার পারদ, অনেকটাই ঠান্ডা বাড়ল শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা : এদিন সকাল থেকেই পাহাড়ে অনেকটাই কমল তাপমাত্রার পারদ। এদিন সকালে দার্জিলিং এর তাপমাত্রা কমে দাড়ায় সাত ডিগ্রীতে। সকাল থেকেই ঠান্ডা আবহাওয়া পেয়ে পর্যটকেরা খুশীতে মেতে ওঠেন। অনেক পর্যটক দের দেখা যায় আনন্দে হোটেল থেকে বেরিয়ে যেতে। দার্জিলিং এ এদিন ভোরে তাপমাত্রা কমে দাড়িয়ে যায় সাড়ে ছয় ডিগ্রীর কাছাকাছি। টাইগার হিল এবং ঘুমে ভীড় ছিল একেবারেই উপচে পড়া। ঠান্ডা প্রায় তিন ডিগ্রী কমেছে শিলিগুড়িতেও। এদিন সকালে শিলিগুড়িতেও তাপমাত্রা তিন ডিগ্রী কমে দাড়িয়ে যায় বারো ডিগ্রীতে। ঠান্ডা হাওয়া এবং মেঘলা আকাশ দেখে অনেক মানুষ এদিন ঘর থেকে দেরী করে বাইরে বের হন। শিলিগুড়িতে তাপমাত্রা কমে যাওয়ার কারনে ভীড় দেখা গেছে গরম জামাকাপড় এর দোকানেও। ঠাণ্ডার কারনে এদিন ভীড় দেখা গেছে বিভিন্ন চায়ের দোকানেও সে রাস্তার হোক কিংবা দোকানে। আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আগামী পূর্বাভাস অনুযায়ী আরো এক সপ্তাহ চলবে এই ঠান্ডা আবহাওয়া।