পুনে ধর্ষণ কাণ্ডের নতুন মোড়, অভিযুক্ত ডেলিভারি এজেন্ট নির্যাতিতার বন্ধু,তদন্তে উঠে এলো এমনি চাঞ্চল্যকর এক তথ্য
বেস্ট কলকাতা নিউজ : অভিযুক্ত ডেলিভারি এজেন্ট নির্যাতিতা তরুণীর বন্ধু। প্রায় দু’বছর ধরে দু’জনে একে অপরকে চিনত। এমনকী দু’জনের পরিবারও পূর্ব পরিচিত। পুনের আবাসনে ধর্ষণ কাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিস। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে জেরা করতেই তদন্তের মোড় ঘুরে যায়। জানা গিয়েছে, ওই যুবক উচ্চশিক্ষিত। পুলিস কমিশনার অমিতেশ কুমার জানান, ওই যুবকের সঙ্গে নিজেই সেলফি তোলে ওই তরুণী। তারপর নিজের ফোনেই হুমকি মেসেজ টাইপ করে সে। এমনকী সেই সেলফি এডিট পর্যন্ত করে ২২ বছর বয়সি ইঞ্জিনিয়ার।

এদিকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নির্যাতিতাকে অজ্ঞান করতে কোনও রাসায়নিক স্প্রে ব্যবহার করা হয়নি। পুলিসকে দেওয়া বয়ানে ভুল তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছে ওই তরুণী। তাহলে কেন এমনটা করল সে? সূত্রের খবর, কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে নির্যাতিতার সঙ্গে ওই যুবকের আলাপ হয়। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত। তারপর একাধিকবার তরুণীর ফ্ল্যাটে গিয়েছিল ওই যুবক। বুধবারও দু’জনে দেখা করে। জানা গিয়েছে, সেদিন যৌন সঙ্গমে রাজি ছিল না ওই তরুণী। কিন্তু তাকে জোর করে ওই যুবক। তাই রাগের বশে ধর্ষণের অভিযোগ দায়ের করে ‘নির্যাতিতা’। পুলিস কমিশনারের কথায়, ‘তরুণী জানিয়েছে, জোর করে তার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয় ওই যুবক। এরপরেই ধর্ষণের অভিযোগ দায়ের করে সেই যুবতী।’