প্রচণ্ড গরমে পুড়ছে শিলিগুড়ি, ছাতা এবং বর্ষাতি বিতরন করা হল ১৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে
বেস্ট কলকাতা নিউজ : প্রচণ্ড গরমে পুড়ছে শিলিগুড়ি। শিলিগুড়িতে এই প্রচণ্ড গরমে তাপমাত্রা দাড়িয়েছে 39ডিগ্রীর কাছাকাছি। রাস্তায় একেবারেই লোকজন নেই বললেই চলে;একেবারে নিতান্তই কাজ না থাকলে বের হচ্ছেন না কেউই,এই প্রচণ্ড দাবদাহে শিলিগুড়ির ১৫ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে বিতরন করা হল ছাতা এবং বর্ষাতি। ওয়ার্ড কাউন্সিলার রঞ্জন সরকারের উদ্যোগে চলল এই ছাতা এবং বর্ষাতি বিতরন। তিনি জানান প্রচণ্ড গরমে একেবারেই নাজেহাল সাধারন মানুষ, তাই আমরা সবাইকে তো পারা যায় না যাদের প্রচণ্ডভাবে ছাতার দরকার তাদের হাতে ছাতা তুলে দিচ্ছি। আজকের দিনে এটাই আমাদের মানুষের কাছে তুলে দেওয়া সবচাইতে জরুরী উপহার। আজকে দেবার পরে আমরা আবার কয়েকদিন পরে বর্ষাতি সহ অন্যান্য জিনিস পৌছে দেব।এদিন প্রায় এগারোশ জনের হাতে ছাতা এবং বর্ষাতি তুলে দেওয়া হয়। ছাতা এবং বর্ষাতি বিতরন করেন শিলিগুড়ি ১৫ নং ওয়ার্ড কমিটির সদস্য এবং সমর্থকেরা। এদিন ছাতা নিতে মানুষের ভীড় ছিল চোখে পড়বার মতন।