প্রতিবাদ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের, অমিত মিত্র চিঠি দিল নির্মলাকে
বেস্ট কলকাতা নিউজ : ভারতীয় জীবন বিমা নিগম-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার বেসরকারিকরণের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, তা খুলে দিতে পারে ‘‘প্য়ান্ডোরার বাক্স’’৷ অনিশ্চিত হয়ে পড়তে পারে এমনকি অসংখ্য ভারতীয়র ভবিষ্যৎ৷ পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি পাঠালেন এমনই আশঙ্কা প্রকাশ করে৷ এমনকি প্রবীণ এই অর্থনীতিবিদ কেন্দ্রীয় নীতির কঠোর সমালোচনাও করেছেন দু’পাতার চিঠির ছত্রে ছত্রে৷
চিঠিতে অমিত মিত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলি৷ এমনকি আমজনতা ভরসাও করেন এই সংস্থাগুলির উপর৷ এগুলি তাঁদের অন্যতম অবলম্বন৷ কিন্তু, যদি এই সংস্থাগুলিকেই বেসরকারি হাতে তুলে দেওয়া হয়, তবে তা অনিশ্চিত করে দেবে উপভোক্তাদের ভবিষ্যৎ৷ এতে মানুষ ব্যাপক ক্ষুব্ধ ও চরম হতাশ হবেন৷
এছাড়াও, অমিত মিত্রের আরো যুক্তি, ১ ১ হাজার ৩৯৬ কোটি টাকার সরকারি বন্ড ও সিকিউরিটি রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানির হাতেও৷ সংস্থার এই বিনিয়োগ অন্যতম আর্থিক অবলম্বন সরকারেরও৷ সংস্থার বেসরকারিকরণ তাই অশনি সঙ্কেত সামগ্রিকভাবে দেশের অর্থনীতির পক্ষে৷ অন্তত এমনই মত এ রাজ্যের অর্থমন্ত্রীর৷