সরকারের সঙ্গে একমত পোষণ না করার অর্থ দেশদ্রোহিতা নয়, জানাল সুপ্রিম কোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সরকারের সঙ্গে একমত পোষণ না করে নিজের ব্যাক্তিগত মতামত প্রকাশ করা কোনো রকম ভাবেই দেশদ্রোহিতা নয়। ফারুক আবদুল্লার বিরুদ্ধে যে মামলা হয়েছিল বুধবার তার রায়ে এমনটাই সুপ্রিম কোর্ট। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ফারুক আবদুল্লা বক্তব্য রেখেছিলেন এমনকি তার বিরুদ্ধে। তাঁর বক্তব্যের পর একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।

মূলত বিচারপতি সঞ্জয় কৃষণ কউল ও বিচারপতি হেমন্ত গুপ্তার বেঞ্চ এদিন খারিজ করে দেন ফারুক আবদুল্লার বিরুদ্ধে দায়ের হাওয়া মামলা। পাশাপাশি তাঁরা ৫০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন এমনকি মামলাকারীদেরকেও। চার সপ্তাহের মধ্যে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডে। দেশের শীর্ষ আদালত এদিন জানিয়েছে, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করা ও নিজের মত প্রকাশ করা মানেই দেশদ্রোহিতা নয়। ফারুক আবহুল্লার বক্তব্যে এমন কিছু নেই যা সরকারের অবমাননাকর। শুধু তাই নয়। আদালত এও জানায়, আবেদনকারীদের সঙ্গে কোনও সম্পর্ক নেই এই বিষয়টির। শুধু সংবাদ মাধ্যমে নাম আসবে বলেই তারা পিটিশন দাখিল করেছে। এমন কাজকে উৎসাহ দেওয়া উচিত নয় বলেও শীর্ষ আদালত মন্তব্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *