প্রত্যাহার হল অনশন, অবশেষে নবান্ন অভিযানের ডাক দিলো যোগ্য চাকরিহারা শিক্ষকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘ টালবাহানার পর অবশেষে ৫৮ তম দিনের মাথায় অনশন আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা । তবে এখানেই শেষ নয়, সেন্ট্রাল পার্কের সামনে তাদের অবস্থান আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা । তারই সঙ্গে আগামী ১৪ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মী অধিকার মঞ্চও। সেন্ট্রাল পার্কের সামনে বসে তাদের আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঘোষণা করলেন তাঁরা। সেখানে অন্যতম আন্দোলনকারী শিক্ষক নেতা মেহেবুব মণ্ডল বলেন, “আমরা আমাদের দোষে চাকরি হারাইনি । সরকারের দোষে আমাদের চাকরি গিয়েছে । তাই যে কোনও মূল্যে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে । সেই দাবি নিয়েই হবে নবান্ন অভিযান ।”

তাঁরা আরও জানান, এর পাশাপাশি আগামী দিনে দিল্লিমুখী হচ্ছে তাঁদের আন্দোলন । জুলাই মাসের তিন দিন দিল্লিতে থাকবেন যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি । চাকরিহারা যোগ্য শিক্ষক হাবিবুল্লাহ বলেন, “২১ থেকে ২৩ জুলাই দিল্লিতে কর্মসূচি রয়েছে । আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা বিরলতম ঘটনা । তবে এই বিষয়ে এখনও অন্য রাজ্যের মানুষেরা অবগত নয় । সে কারণেই যন্তর মন্তরের সামনে ধরনা এবং বিভিন্ন পোস্টারিং দিল্লিতে করার পরিকল্পনা আমাদের রয়েছে ।”

যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এদিন প্রতীকী অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । সেদিন সমাজের বিভিন্ন মানুষেরা তাদের অনশন মঞ্চে গিয়েছেন । সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁরাও অনুষ্ঠান করেন ।যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ২০ জন প্রতিনিধিও এদিন অনশনে সামিল হয়। তাদের মধ্যে দু’জন বেশ কিছুদিন ধরেই অনশনে ছিলেন । বাকি ১৮ জন এদিন সকাল থেকে ফের অনশনে বসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *