ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেটে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল থানা ,মৃত হল ৯ জনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

লালকেল্লার সামনে বিস্ফোরণে ১২ জনের মৃত্যুর আতঙ্ক তাড়া করছে এখনও ৷ এরইমধ্যে শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরে নওগাম থানায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ তাতে প্রাণ হারালেন ৯ জন ৷ আহত ২৭ ৷ সম্প্রতি ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরক রাখা ছিল অনন্তনাগ জেলার এই নওগাম থানায় ৷ এদিন রাতে সেই বিস্ফোরক নিয়ে পরীক্ষা চলছিল ৷ সে সময় কোনও কারণে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ আহত ও নিহতদের অধিকাংশই পুলিশ কর্মী ৷ আহতদের চিকিৎসা ব্যবস্থা করেছে প্রশাসন ৷

উল্লেখ্য ,ফরিদাবাদের একটি বাড়ি থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট-সহ ২ হাজার ৯০০ কিলো বিস্ফোরক উদ্ধার হয় ৷ ঘটনায় মুজাম্মিল গানাই নামে এক চিকিৎসক-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ মুজাম্মিলের বাড়ি পুলওয়ামায় ৷ দীর্ঘদিন ধরেই তার গতিবিধি নিয়ে সন্দেহ ছিল উপত্যকার পুলিশের ৷ সেই সূত্র ধরে ফরিদাবাদের জঙ্গি মডিউলের বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা ৷ সেই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ বিস্ফোরক ৷ পরে সেটিকে এই নওগাম থানায় এনে রাখা হয় ৷ এদিন সেই সমস্ত বিস্ফোরকে গতি-প্রকৃতি জানার কাজ চলছিল ৷

নওগাম থানায় বিস্ফোরণের ঘটনায় চার জনের মৃ্ত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছে ৷ তাঁদের দেহ আপাতত স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে রাখা আছে ৷ পাশাপাশি এই ঘটনায় ২৪ পুলিশ কর্মী ও তিন সাধারণ নাগরিককে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর ৷ তাঁদের মধ্যে কয়েজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷ সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে৷ বিস্ফোরণের অভিঘাতে থানার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ঘটনাস্থল থেকে বম্ব স্কোয়াড বেশ কিছু তাজা বিস্ফোরক উদ্ধার করেছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *