ফের চালু হতে চলেছে ডাবল ডেকার ট্রেন, কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরি বানালো নতুন ট্রেন কোচ
বেস্ট কলকাতা নিউজ : মমতা বন্দ্যোপাধ্যায় দোতলা বা ডাবল ডেকার ট্রেন চালু করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীনই । যদিও সেই ট্রেন চলাচল লাভজনক হয়নি নানা কারণে। পরে বন্ধ করে দেওয়া হয় সেই ট্রেন চলাচল। পরবর্তী সময়ে ডাবল ডেকার ট্রেন চালানো আদৌ যুক্তিযুক্ত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন খোদ রেল মন্ত্রকের কর্তারাও। যদিও ভারতীয় রেল ফের চালু করতে চলেছে ডাবল ডেকার ট্রেন।সিদ্ধান্ত নেওয়া হয়েছে শীঘ্রই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ, ব্যস্ত রুটে এই ট্রেন চালানো হবে বলে।
অত্যাধুনিক এই ডাবল ডেকার ট্রেন তৈরি করেছে কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরি। নতুন এই ট্রেনে কোচ পিছু থাকছে মোট ১২০টি বসার আসন। ৫০ জন যাত্রী বসতে পারবেন উপরের তলায়।৭০ জন যাত্রী বসতে পারবেন নীচের তলায় । আপাতত রেল মন্ত্রক সূত্রে খবর, দো-তলা ট্রেন এবার চলবে সেমি হাইস্পিড রুটে। সর্বাধিক ১৬০ কিমি গতিতে ছুটতে সক্ষম হবে এই ট্রেন। কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরি বা আরসিএফ এভাবেই এই ট্রেনের নকশা তৈরি করছে। এই ট্রেনের অন্দরসজ্জা করা হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই।এমনকি থাকছে স্লাইডিং ডোর, জিপিএস ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম মতো সমস্ত আধুনিক ব্যাবস্থাপনায়। এছাড়া প্যান্ট্রি কার থাকবে খাবার সরবরাহ করার জন্যে। সিসিটিভি রাখা হয়েছে রেল যাত্রীদের সুরক্ষার জন্য। সাথে থাকছে ফায়ার এবং স্মোক ডিটেকশনের ব্যবস্থাও। ইতিমধ্যেই বানানো হয়ে গেছে লাল-হলুদ রঙের এই ট্রেন সেট। এমনকি চলছে টেস্ট রানও।