বড়বাজারে ফের ভয়াবহ আগুন ! নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছলো দমকলের ২০ টি ইঞ্জিন
বেস্ট কলকাতা নিউজ : আবারও ভয়াবহ আগুন লাগলো শহর কলকাতায় ৷ এবার আগুন লাগল বড়বাজারের এজরা স্ট্রিটে এক বৈদ্যুতিন সামগ্রীর গুদামে ৷ নিমেষের মধ্যে আশেপাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে লেলিহান শিখা । আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৫ টা নাগাদ ১৭ নম্বর এজরা স্ট্রিটের ১২ তলা বহুতলের দ্বিতীয় তলায় থাকা এই গুদামে হঠাৎ আগুন লেগে যায় ৷ গুদামের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল ৷ পাশাপাশি ঘিঞ্জি এলাকা হওয়ায় চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা ৷ দমকল আসার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে বহুতলের একাংশ । বাণিজ্যিক ওই বহুতলের বিভিন্ন সংস্থার দোকান থেকে শুরু করে অফিস ও গুদাম রয়েছে বলে জানা গিয়েছে ।

প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ পরে ঘটনাস্থকলে পৌঁছন দমকলের কর্মীরা ৷ বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে নিয়ে আসা হয় দমকলের ২০টি ইঞ্জিন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন ৷তবে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও নেই ৷ এদিকে দমকলের ডিজি রাজীব কুমার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ বৈদ্যুতিন সামগ্রীর গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ আগুন নেভাতে দমকলের ২০টি ইঞ্জিনের পাশাপাশি ৯ টি ওয়াটার জেটকে কাজে লাগানো হয়েছে ৷ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

