জাল নোটের পরিমাণ দ্বিগুণ হয়েছে এক বছরে! তৃণমূলের নিশানা মোদির নোটবন্দির সিদ্ধান্তকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতারাতি দেশে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেন জাল নোট এবং কালো টাকার লেনদেন কমাতে। এমনকি দেশে ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছিলো ২০১৬ সালের ৮ নভেম্বর রাতের সেই ঘটনায় । নোট বাতিলের কারণ হিসাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, এই পদক্ষেপ কালো টাকা উদ্ধারের জন্যই। যদিও মোদি সরকার কালো টাকা উদ্ধার করতে পারেনি নোটবন্দির পর প্রায় ৫ বছর কেটে গেলেও । উল্টে দেশে জাল নোটের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে নোট বাতিলের পরেও । এবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন সেই জাল নোট ইস্যুতেই ।

টুইটে ডেরেক এও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নমস্কার। নোট বাতিলের কথা মনে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরোধিতা করেছিলেন সেই সময় । আপনি বলেছিলেন, সমস্ত জাল নোট চলে যাবে নোট বাতিলের ফলে। এবার দেখুন কী বলছে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট। এই তথ্য অনুযায়ী বেড়েছে জাল নোটের পরিমাণ ।’ রিজার্ভ ব্যাঙ্কের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২০-২১ আর্থিক বর্ষের তুলনায় ২০২১-২২’এ ৫০০ টাকার জাল নোট বেড়েছে ১০১.৯ শতাংশ এবং ২০০০ টাকার জাল নোট বেড়েছে ৫৪.৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *