বিশাল আকারের জাহাজ ধাক্কা মারল হুগলি নদীর পাড়ে
বেস্ট কলকাতা নিউজ : একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর পাড়ে ধাক্কা মারলো মহেশতলার আকড়া ২০ নম্বর ওয়ার্ডের উলুডাঙ্গা এলাকায় ভীম পার্কের কাছে। ওই বিরাট আকারের জাহাজটি ধাক্কা মারে বজবজের দিক থেকে খিদিরপুরের দিকে যাবার পথেই।জাহাজটি আটকে থাকে প্রায় আড়াই ঘণ্টার ওপর। স্থানীয়রা ছুটে আসেন জাহাজের নাবিক ও কর্মীদের চিৎকার শুনে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিস।তাঁরা জাহাজটিকে নদীতে নামানোর যথাসাধ্য চেষ্টা শুরু করেন।
উল্লেখ্য, এ কাজে সাহায্য করেন স্থানীয়রা। পাশপাশি নদী পাড়ে জাহাজ দেখতে ভিড়ও জমান তারা । এর পূর্বে বহুবার জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে হুগলি নদীর পাড়ে এসে। মনে করা হচ্ছে, এমন ঘটনা বারবার ঘটছে স্রোতের বেগের বেশি তারতম্যের কারণে। কিংবা এই দুর্ঘটনা জাহাজে যান্ত্রিক গোলযোগের কারণেই। সবটাই খতিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ।হুগলি নদীতে শনিবার একটি মালবাহী বার্জ ডুবে গিয়েছিল ফলতার ৩ নম্বর সেক্টরের কাছে । রবিবার প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রামনগর থানা এলাকায়।