ভারত নেপাল সীমান্তে পানিট্যাংকি বাজার পরিদর্শন করলেন রাজু বিস্তা
নিজস্ব সংবাদদাতা : ভারত নেপাল সীমান্তে পানিট্যাংকি বাজার পরিদর্শন করলেন রাজু বিস্তা। এদিন সকালে তিনি পানিট্যাংকি বাজার পরিদর্শন করলেন , এমনকি এদিন তিনি কথাও বলেন এলাকার মানুষ এবং ব্যাবসায়ী দের সাথে। এদিন তিনি জানান ভারত এবং নেপাল দুটি দেশ এখনো দুই দেশের ভালো চায়। তাই আমরা চেষ্টা করবো এই বন্ধন যাতে অটুট থাকে।
