ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে ফের কুপিয়ে খুন মোবাইল চোর সন্দেহে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভিনরাজ্যে মোবাইল চোর সন্দেহে মারধর। ধারালো অস্ত্রের কোপ। অন্ধ্রপ্রদেশের হাসপাতালে একটু সুস্থ হওয়ার পর বাড়ি ফিরিয়ে আনার পথে মৃত্যু হল নদিয়ার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম রাজু তালুকদার(৩৭)। তাঁর বাড়ি তেহট্টের বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায়। মারধরে জখম হয় রাজুর ভাইও।পরিবার সুত্রে জানা গিয়েছে, ৫ মাস আগে রাজু তালুকদার ও তাঁর ভাই বেশ কিছু শ্রমিক নিয়ে বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। একই জায়গায় কাজ করতেন স্থানীয় বেশ কিছু শ্রমিক। গত ২৯ অগস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি হয়। তাঁরা বাঙালি এই পরিযায়ী শ্রমিকদের সন্দেহ করেন। আর সেই সন্দেহের বশেই রাজুদের উপর চড়াও হন স্থানীয় শ্রমিকরা। মারধর করা হয় বাঙালি শ্রমিকদের, পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রাজুকে। জখম হন রাজুর ভাইও।

তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন রাজু। এরপর কিছুটা সুস্থ হলে তাঁকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিশাখাপত্তনম রেলস্টেশনে পৌঁছনোর আগে আবার অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসক রাজুকে মৃত বলে ঘোষণা করেন। রাজুর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। শুক্রবার রাতে মৃতদেহ বাড়িতে পৌঁছয়। রাজুর জামাইবাবু দিলীপ বিশ্বাস বলেন, “শুধুমাত্র মোবাইল চোর সন্দেহে আমার শ্যালককে কোপানো হয়েছিল। মাথায় ও পেটে কোপ বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই আঘাতের জন্যই আমার শ্যালকের মৃত্যু হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *