মৃত মুরগি পড়ে রয়েছে রাস্তার পাশেই , ক্রমশ বার্ড ফ্লু আতঙ্ক ছড়াচ্ছে কাটোয়ায়
বেস্ট কলকাতা নিউজ : বার্ড ফ্লুর চরম আতঙ্ক ছড়াল কাটোয়ার চুরপুনি গ্রামে।স্থানীয় সূত্রে খবর এখনও পর্যন্ত সেখানে প্রায় তিন হাজার মুরগির মৃত্যু হয়েছে হয়েছে বলেই। এছাড়াও জানা গিয়েছে বেশকিছু পাখির মৃত্যু হয়েছে বলেও।মূলত পাঁচটি মুরগীর ফার্ম আছে কাটোয়া ১ নং ব্লকের কোশীগ্রাম পঞ্চায়েতের চুরপুনি গ্রামে। গত পাঁচদিনে ওই ফার্মগুলিতে সবমিলিয়ে প্রায় তিন হাজার মুরগির মৃত্যু হয়েছে বলেই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এলাকায় ক্রমশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মুরগির মৃত্যু সংখ্যা এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায়।
এই প্রসঙ্গে , স্থানীয় ফার্মের মালিক চিন্ময় চন্দ্র বলেন, “গত কয়েকদিনে মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার মুরগীর। খবর পেয়ে এসে দেখে গিয়েছেন এমনকি কোম্পানির লোকেরাও। কিন্তু খোঁজ নিতে আসেনি প্রাণীসম্পদ বিভাগের কোনো আধিকারিক ।”এমনকি বেশ কিছু মরা মুরগি পড়ে থাকতে দেখা যায় চুরপুনি থেকে বাউরো যাওয়ার পথে রাস্তার পাশেই। গ্রামবাসীরা আশঙ্কা করছেন এর মাধ্যমে এলাকায় দূষণ ছড়াতে পারে বলেও।