‘ যাঁরা নিজেদের বাঁচাতে পারে না, কেমন চিকিত্সক তাঁরা?’, ফের বিতর্কিত মন্তব্য বাবা রামদেবের
বেস্ট কলকাতা নিউজ : ‘ ভ্যাকসিনের দু’টো ডোজ নেওয়ার পরেও মারা গেছেন হাজারের বেশি চিকিত্সক। কেমন চিকিত্সক তাঁরা, যাঁরা নিজেদেরই বাঁচাতে পারেন না?’ অ্যালোপ্যাথি-বিতর্কের রেশ কাটতে না কাটতে ফের একবার প্রবল সমালোচনার মুখে পড়লেন যোগগুরু বাবা রামদেব। করোনাকালে তিনি বিতর্ক উস্কেছেন ভ্যাকসিন, অ্যালোপ্যাথিক চিকিত্সার মতো নানান ইস্যুতে মুখ খুলে। কিছুদিন আগে রামদেব অ্যালোপ্যাথিকে’দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান’বলেছিলে। যার জেরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন তাঁকে চিঠি পাঠান মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে। চাপে পড়ে যোগগুরু ক্ষমাপ্রার্থনাও করেন। ফের তিনি শিরোনামে এলেন সেই বিতর্ক থিতনোর আগেই।
এবার তার নিশানায় খোদ চিকিত্সকেরাই। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে রামদেব তাঁদের সমালোচনা করেছেন রীতিমতো ঠাট্টার সুরেই । ক্লিপিংসটি কবেকার, সেটা জানা না গেলেও সেখানে তাঁকে যোগব্যামের উপকারিতার কথা বলতে শোনা যায় অনুগামীদের উদ্দেশে। ফুসফুস কীভাবে শক্তিশালী হয় যোগাভ্যাসের ফলে, তিনি সেটা বোঝাচ্ছিলেন।ঠিক ছিল এতদূর পর্যন্ত। সুর কাটে ঠিক এরপরেই। হঠাত্ চিকিত্সকদের একহাত নিয়ে তিনি বলে বসেন, ‘১০ হাজার চিকিত্সক প্রাণ হারিয়েছেন ডবল ভ্যাকসিন নিয়েও।’ এই পরিসংখ্যানও বদলে যায় ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে ।এবার ১ হাজার চিকিত্সক ১০ হাজারের বদলে। যাঁদের ঠাট্টা করে রামদেবের মন্তব্য, ‘কেমন ডাক্তার তাঁরা যে, বাঁচাতে পারলেন না নিজেদেরও?’