রক্ষকই যখন ভক্ষক, খোদ বনকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলো পর্যটনকেন্দ্র থেকে কাঠ সুপারি বিক্রির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ যেন রক্ষকই ভক্ষক। খোদ বনকর্মীদের বিরুদ্ধে উঠল রসিকবিল মিনি জু পর্যটনকেন্দ্র বনাঞ্চল থেকে মোটা অংকের টাকার বিনিময়ে কাঠ সুপারি বিক্রি করার মতো চাঞ্চল্যকর অভিযোগ।

শুক্রবার গ্রামবাসীরা অভিযুক্ত দুই বনকর্মী ও সুপারি পাইকার কে হাতেনাতে ধরে ফেলে রসিকবিল বনাঞ্চলের গাছ থেকে কাঠ সুপারি পেরে, পাচার করার সময়। অভিযুক্ত দুই বন কর্মী বিশ্ব বর্মন ও স্বপন রাভার নামে স্থানীয়রা লিখিত অভিযোগ করেন।

গ্রামবাসীদের আরও অভিযোগ, অনেকগুলো কাঠ সুপারির গাছ রয়েছে রসিকবিল মিনি যু সংলগ্ন এলাকায় । যা খুব সুস্বাদু ও প্রিয় খাবার পরিযায়ী পাখি সহ বনের পাখিদের । তাই আগে থেকেই বনদপ্তর নির্দেশিকা জারি করে সেই কাঠ সুপারি পাড়ার উপর । রসিকবিলের কাঠ সুপারি পাচারের অভিযোগ অনেকদিন থেকে কানে আসলেও আজ তারা হাতেনাতে ধরে ফেলেন বনের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মী সহ কাঠ সুপারি পাচারকারীকে।ঘটনাস্থলে নাগুরহাট বনদপ্তরের বিট অফিসার ছুটে আসে উত্তেজনার খবর পেয়ে । তার কাছে রসিকবিল মিনি জু সংলগ্ন স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের শাস্তির দাবি তুলে লিখিত অভিযোগ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *