রথ যাত্রার শুভলগ্নে সূচনা হলো ৩০০ বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী দুর্গাপুজোর
বেস্ট কলকাতা নিউজ : অবিভক্ত ভারতবর্ষের প্রাচীনতম দূর্গা পূজার মধ্যে ৩০০ বছরের পুরনো পুজো হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গৌরী পালবাড়ী মন্ডপের পূজা । আর ৯১ দিন বাকি আছে এই বছরের দুর্গাপূজার । বিভিন্ন নিয়মরীতি মেনে বৃহস্পতিবারই রথযাত্রার এই শুভ লগ্নে মায়ের পূজার সূচনা করা হয় কাঁঠামো পূজোর মাধ্যমে । এদিন বালুরঘাটের বিভিন্ন ক্লাব গুলোতেও রথযাত্রার দিনে দুর্গা পুজোর সূচনা করা হয়েছে কাঁঠামো পূজা ও খুটি পূজোর মাধ্যমে ।