নিম্নচাপ বড় বাধা হয়ে দাঁড়াল মৎস্যজীবীদের ইলিশ ধরার কাজে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মৎস্যজীবীদের ফের মুশকিলে ফেলে দিল নিম্নচাপ এবং সামুদ্রিক ঝড়ো হাওয়া । তড়িঘড়ি করে তাদের এমনকি ফিরতেও হয়েছে সতর্ক বার্তা পাওয়া মাত্রই। ফলে যে পরিমাণ ইলিশ জালবন্দি হবে আশা নিয়ে মৎস্যজীবীরা সমুদ্রের মাছ ধরতে বের হয়েছিল ধাক্কা খেয়েছে তাদের সেই আশাও। গভীর সমুদ্রে মাছ ধরতে বের হলেও বেশিরভাগ এই সমস্ত মৎস্যজীবী ও তাদের ট্রলার দক্ষিণ ২৪পরগণা ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ঘাটে ফিরে এসেছে রবিবার বিকেলেই। মৎস্যজীবীরাও হতাশ অনেক আশা নিয়ে মাঝ সমুদ্রের মাছ ধরতে বের হয়েও বারবার ফিরে আসতে হওয়ায় কারণেও। খুব কম সময় পাওয়ায়, এবার খুব কম পরিমাণে ইলিশ এবং অন্যান্য মাছ নিয়ে ফিরে আসতে হয়েছে মৎস্যজীবীদের।

এদিকে আবহাওয়া অফিস আগাম সতর্কতা জারি করায়,মৎস্য দফতর মৎস্যজীবীদের নির্দেশ দিয়েছিল সমুদ্রে গেলেও তারা যেন ফিরে আসে রবিবারের মধ্যেই। ফিরে আসতে বলা হয়েছিল ২০ সেপ্টেম্বরের সন্ধের আগেই। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয় ২২সেপ্টেম্বর অবধি। পাঁচ ছয়দিন আগে যে সব ট্রলারগুলি সমুদ্রে গিয়েছিল বিভিন্ন ঘাটে ফিরেছে সেগুলিও। কিন্তু ঘাটে ফিরে আসতে পারেনি যেগুলি দুদিন আগে বেরিয়ে ছিল সেগুলি। ফলে খাড়িতে আশ্রয় নিয়েছে সেই সব ট্রলারগুলি। তবে তাদের সংখ্যা হাতেগোনা। ইলিশের মরশুমে এভাবে মাছ ধরার সময় একের পর এক নিম্নচাপ ব্যাপক দুশ্চিন্তায় ফেলছে মৎস্যজীবীদেরকেও। অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ছে মহাজনের টাকা কেমন করে শোধ করবে তা ভেবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *