লক্ষাধিক টাকার হোগলা ভস্মীভূত হল আগুনে ,মাথায় হাত পড়ল চাষিদের
বেস্ট কলকাতা নিউজ : গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার ললিতাগোড়ী মোড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রাস্তার পাশে স্তূপীকৃত লক্ষাধিক টাকার হোগলা পাতায় আগুন লেগে ভস্মীভূত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনায় মাথায় হাত পড়েছে এলাকার হোগলা চাষিদের। জানা গিয়েছে, প্রায় দেড় হাজার বান্ডিল হোগলা রাখা ছিল ললিতাগোড়ী মোড়ে একটি জায়গায়। আচমকাই আগুন লেগে যায় সেখানে। দাহ্য পদার্থ হওয়ায় সহজেই ছড়িয়ে পড়ে সেই আগুন। আগুন নেভানোর কাজে হাত লাগান এলাকার স্থানীয় বাসিন্দারাই। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ঠিক কী কারণে আগুন লাগে তা সঠিক ভাবে জানা যায়নি।
মূলত বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত হোগলার মরশুম। হোগলা কাটা হয় আশ্বিন ও কার্ত্তিক মাসেই।পারি সারা বছরই চাহিদা ও বাজার থাকে হোগলার তৈরি জিনিসের। হাওড়া জেলার উলুবেড়িয়া অঞ্চলের একটি অন্যতম শিল্প হল হোগলা শিল্প। হোগলা শিল্পীরা মাদুর, ছই, প্রভৃতি তৈরি করেন মূলত হোগলার পাতা দিয়েই। হোগলা শিল্পকে কেন্দ্র করে বেঁচে আছে এমনকি বহু পরিবারও। কেউ কাজ করে হোগলা শিল্পের কারিগর হিসেবে, কেউ রুজি রোজগার করে হোগলা থেকে তৈরি জিনিস বিক্রি করেই।