শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্য রাখা যাবে না কোন নেশার জিনিস, নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে নেশার জিনিস বিক্রি চলছে শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্য রাখা যাবে না কোন নেশার জিনিস। কিন্তু এই নিয়মকেই একপ্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে শিলিগুড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবাধে চলছে নেশার জিনিস বিক্রি। এমনকি স্কুলের সামনে রয়েছে দোকান, অথচ সেই দোকানেই সারাদিন ধরে চলছে সিগারেট গুটকা সহ অন্যান্য জিনিস বিক্রি। এদিকে অন্য পোশাকে এসে ছাত্র-ছাত্রীরা নিয়ে যাচ্ছেন সিগারেটসহ অন্যান্য জিনিস। যেটা প্রশাসন দেখেও দেখছে না। কাউন্সিলরদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা জানাচ্ছেন এ বিষয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশ নেই আমাদের কাছে ।
