অবিলম্বে রাজ্য সরকারের উচিত স্কুল খুলে দেওয়া , এমনটাই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে মূলত স্কুল খুলে দেওয়ার ব্যাপারে। ঠিক সেই সময় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইতিবাচক ইঙ্গিত দিলেন এ রাজ্যে স্কুল খোলার ক্ষেত্রে । তিনি এও জানিয়েছেন, অবিলম্বে রাজ্য সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এ ব্যাপারে।

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ হয়ে গিয়েছে করোনার অতিমারীর জন্য। তবে সম্প্রতি স্কুল খোলা হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুল চলছে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিতে। কিন্তু বন্ধ থাকার দরুণ একটি সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে ৯০% পড়ুয়ার নাম স্কুলে নথিভুক্ত থাকলেও ১০% হারে পড়ে গিয়েছে শিক্ষার মান । বিশেষ করে সার্বিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারাই । সে ক্ষেত্রে যখন প্রশ্ন উঠছে সিলেবাস নিয়ে, তখন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন সিলেবাস শেষ করে ফেলতে পারবেন শিক্ষক এবং পড়ুয়ারা মিলে। তাই শিশুদের খামতি মেটানোর দিকে নজর দিয়ে অবিলম্বে স্কুল খুলে দেওয়া প্রয়োজন সিলেবাস নিয়ে না ভেবে । নোবেলজয়ীর এই অভিমতের পর সেটাই দেখার রাজ্য সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *