শিলিগুড়ি ক্রমশ কাপছে প্রবল কনকনে ঠান্ডায়
শিলিগুড়ি : মেঘলা আকাশে আজ ঠান্ডায় কাপছে শহর শিলিগুড়ির মানুষ। এদিন সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং ঠান্ডা হাওয়ার কারনে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গেছেন সাধারন মানুষ।সকাল থেকেই প্রচণ্ড ঠান্ডায় একেবারেই সমস্যায় পড়ে যান সাধারন মানুষ। একেবারেই শুনশান হয়ে যায় পথ চলতি মানুষ। কনকনে ঠাণ্ডায় একেবারেই ঘরের ভীতরে বন্দী হয়ে পড়েন তারা। একমাত্র সংবাদপত্র,চায়ের দোকান এবং দুধের দোকান ছাড়া রাস্তায় বের হতে দেখা যায় নি কাউকেই। ঠাণ্ডায় অনেকেই কাজ বন্ধ করে বাড়িতে ফিরে যান। অনেকেই রাস্তায় আগুন ধরিয়ে আগুন পোহাতে থাকেন। প্রচণ্ডভাবে ঠান্ডায় পিকনিক পার্টির দেখা মেলে নি রাস্তায়। ঠান্ডার কারনে গতকাল থেকেই ট্রেন লেট চলছে। দেরীতে ছাড়ছে বাসও। ঠান্ডায় কাবু পশুপাখিরাও অনেকেই ঠান্ডায় বাড়িতে থাকাই মনোস্থ করে নিয়েছেন। ঠান্ডায় শিলিগুড়ির তাপমাত্রা কমে সাড়ে সাত ডিগ্রীতে দাড়িয়েছে। শিলিগুড়ির পাশাপাশি ঠান্ডায় কাপছে জলপাইগুড়িও জলপাইগুড়িতে ঠাণ্ডা বেড়েছে নেমেছে তাপমাত্রা। মানুষ রবিবারের দিনটিতে ঘরে থাকাই ঠিক মনে করছেন। আবহাওয়া দপ্তরের রিপোর্ট আরো নামবে তাপমাত্রা।