শুল্ক দফতর হানা দিয়ে বিরাটি থেকে ২৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল গোপন সূত্রে খবর পেয়ে
ফের বাংলায় উদ্ধার টাকার পাহাড়! তবে তা সবটাই জাল। ভাবছেন তো ব্যাপারটা কি! প্রায় ২৪ লক্ষেরও বেশি জাল নোট উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাটি এলাকায় হানা দেয় শুল্ক দফতরের আধিকারিকরা। আর সেখানেই এক ব্যক্তির কাছ থেকে তাল তাল টাকা উদ্ধার হয়। যা দেখে রীতিমত চমকে যান তদন্তকারী আধিকারিকরা। এত টাকা কোথায় নিয়ে যাচ্ছে সে। যদিও পরে স্পষ্ট হয় পুরো টাকাটাই জাল। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৪ লক্ষ ২১ হাজার বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে শুল্ক দফতরের আধিকারিক। লাখ লাখ টাকার এই জাল নোট কোথায় এবং কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, কোথা থেকে এই বিপুল টাকা আনা হচ্ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।