সাইবার জালিয়াতরা তথ্য হাতাচ্ছে হোয়াটসঅ্যাপ হ্যাক করে, সতর্ক করল লালবাজার
বেস্ট কলকাতা নিউজ : চরম বিপদ হোয়াটসঅ্যাপেও । সাইবার জালিয়াত তথা হ্যাকাররা হোয়াটস অ্যাপ হ্যাক করছে লিংক পাঠিয়ে । জালিয়াতি হচ্ছে গ্রাহকদের সমস্ত তথ্য হাতিয়ে নিয়ে । এমনকী তারা ব্ল্যাকমেলও করছে তাদেরকে । এই সাইবার জালিয়াতদের সম্পর্কে কলকাতা পুলিশ গ্রাহকদের বিশেষ সতর্ক করল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
লালবাজারের সূত্র জানিয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে OTP বা ‘কোড নম্বর’ পাঠানো হচ্ছে মেসেজ পাঠিয়ে। এর পর একটি লিংক পাঠিয়ে তাতে ক্লিক করে ওই কোড যাচাই করে নিতে । ওই OTP শেয়ারও করতে বলা হচ্ছে। যদি কোনও পরিচিত বা অপরিচিত ব্যক্তি ওই লিংক পাঠান, ভুলেও যেন কেউ তাতে ক্লিক না করেন ও ওই লিংক কাউকে ফরওয়ার্ড করা থেকে বিরত থাকেন। কারণ, এই লিংক ক্লিক করলেই সাইবার জালিয়াতরা ওই হোয়াটস অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নেবে।