সামনেই লোকসভা নির্বাচন, শিলিগুড়িতে শুরু হয়ে গেলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
শিলিগুড়ি : সামনেই নির্বাচন। তাই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেল। এদিন থেকে, শিলিগুড়ির বিভিন্ন এলাকা যেগুলি একেবারেই স্পর্শকাতর এলাকা সেই সব জায়গায় শুরু হল রুট মার্চ। এনজেপীর এলাকা জুড়ে চলছে কেন্দ্রীয়। বাহিনীর রুট মার্চ। তারা মাঝে মাঝে কিছু কিছু বাড়িতে গিয়ে এলাকার বাসিন্দাদের জিঞ্জাসা করছে এর আগের নির্বাচনে তাদের কোন ধরনের সমস্যা তৈরী হয়েছিল কি না? কিংবা কারো কাছ থেকে ভোটের ব্যাপারে কোন ধরনের চাপ এসেছিল কি না।
এদিন গোটা এলাকায় টহল দিতে শুরু করে দেয় কেন্দ্রীয় বাহিনী। অনেকেই জিঞ্জাসা করেন নির্বাচনের তারিখ ঘোষনার আগেই কিভাবে কেন্দ্রীয় বাহিনী টহল দিতে আরম্ভ করে দিয়েছে। এদিকে শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি শহরেও শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারী। আজ সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকাজুড়ে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে দিয়েছে। সব মিলিয়ে নির্বাচনের তারিখ ঘোষনা হবার আগেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারী নির্বাচনের টাটকা গন্ধ ময়দানে এনে দিয়েছে বলে মনে করছেন সাধারন মানুষ।