সারা বাংলার পাশা পাশি শিলিগুড়িতে চলছে তৃণমূলের ভোট রক্ষা শিবির, চোখে পড়লো নজরে পড়ার মতন মানুষের ভীড়
শিলিগুড়ি : সারা বাংলা জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবির। আর প্রতিটি ওয়ার্ড এস আই আর নিয়ে ক্যাম্প চলছে প্রতিটি ওয়ার্ডে । এদিকে রাজনৈতিক দলগুলি আলাদা আলাদা করে শিবির তৈরি করে সহায়তা করছে স্থানীয় মানুষকে। সমস্যা আসছে, বিশেষ করে যারা বহিরাগত তারাই বেশিরভাগ চিন্তিত হয়ে পড়ছেন কিভাবে কি করা যায়? যদি একান্তই নাম না থাকে তাহলে কি করতে হবে? মূলত তৃণমূল কংগ্রেসের ভোট রক্ষা শিবির চলছে শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে, সবাই একই প্রশ্ন নিয়ে আসছেন যদি নাম না থাকে তবে করণীয় কি? তৃণমূল কংগ্রেসের যুব কর্মীরা পুরুষ এবং মহিলা উভয় ক্যাম্পে বসছেন। এক সপ্তাহের বেশি হয়ে যাওয়া এই ক্যাম্প ঘিরে মানুষের উৎসাহ এবং উদ্বেগ দুটোই চোখে পড়ার মত। একদিকে এস আই আর, অন্যদিকে নিজেকে নাগরিক হিসেবে প্রমাণ করা সবদিক দেখেই মানুষ নিজের থেকে এসেই নিজেদের নাম দেখে যাচ্ছেন। ভোট রক্ষা শিবিরের এই ব্যানারের উপরে মূলত প্রতিটি ওয়ার্ডের বিএলওদের নাম আছে। যাদের ফোন করলে আসল তথ্য পাওয়া যাবে।


