শরৎ বোস রোডের পোস্ট অফিসই আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠির মূল উৎস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শরৎ বোস রোডের পোস্ট অফিস থেকেই এসেছিল রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে পাঠানো চিঠিটি। তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এমনটাই জানতে পেরেছে। এরপরে এমনকি ওই পোস্ট অফিসের কর্মীদের সঙ্গে কথাও বলেন লালবাজারের গোয়েন্দারা। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে একাধিক সরকারি নথিপত্রও। তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এমনকি পোস্ট অফিসের পক্ষ থেকেও৷

বর্তমানে রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পাঠানো চিঠির ঘটনায় কলকাতা পুলিশ গতকাল যোগাযোগ করেন রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগের এক কর্মী মহুয়া ঘোষের সঙ্গেও।লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুলিশ মহুয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে তার বাড়িতে গিয়ে। ওই চিঠিতে যে গৌরহরি মিশ্রের নাম রয়েছে, যিনি কেমিক্যাল টেকনোলজি বিভাগের ল্যাবরেটরির কর্মী । চিঠিতে লেখা ছিল, “গৌরহরি মিশ্র, কেয়ার অফ মহুয়া ঘোষ”। ঘটনাচক্রে যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, রাজাবাজার সায়েন্স কলেজ সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে মহুয়া ঘোষ পুলিশকে জানান, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন কোনওভাবেই। তাঁর নাম ব্যবহার করে চিঠি পাঠানো হয়েছে তাঁকে ফাঁসানোর জন্য । এদিকে আসলে কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *