সিকিম যাওয়ার কোনো বাস- গাড়ি মিলছে না শিলিগুড়ি থেকে চরম ভোগান্তি পোহাতে হল পর্যটকদের
সিকিমে বনধ ডাকার কারণে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হয়েছে পর্যটকদের। ১২ ঘন্টার বনধ চলছে। এই বনধ (Strike) ডাকা হয়েছে সিকিম জয়েন্ট অ্যাকশন কাউন্সিলের তরফ থেকে। যার কারণে বুধবার সকাল থেকেই কোনরকম বাস ও গাড়ি চলাচল করছে না। শিলিগুড়ি হয়ে সিকিমে (Sikkim) যারা যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁরা নির্দিষ্ট বাস গাড়ি না পাওয়ার ফলে শিলিগুড়িতেই (Siliguri) অপেক্ষা করছেন। এতে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে পর্যটকদের । কারণ অনেকেই প্রায় ধরা-বাঁধা সময় হাতে নিয়ে ঘুরতে এসেছিলেন। এরকম পরিস্থিতিতে আদৌ সিকিম ঘোরা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
জানা যায়, বুধবার ১২ ঘণ্টার বনধ শেষ হবে সন্ধ্যা ছ’টা নাগাদ। ততক্ষণ কোন পর্যটক (Tourist) সিকিমে প্রবেশ করতে পারবেন না। কারণ গাড়ি বাস কিছুই চলছে না। তবে সন্ধ্যা ছ’টার পর হয়তো বাস গাড়ি চলাচল শুরু হবে এবং তখন সিকিমে যেতে পারবেন তাঁরা। এদিন বহু পর্যটককেই শিলিগুড়ি জংশনে বাস ধরতে এসে হতাশ হতে দেখা যায়। বর্তমানে তাঁরা অপেক্ষারত রংপোর কাছে বাংলা সিকিম সীমান্তে। শিলিগুড়িতে আটকে পড়া বহু পর্যটক (Traveller) ইতিমধ্যে সমস্যার মুখোমুখি হয়েছেন। এমনও অনেকে রয়েছেন যারা প্রথমবারের জন্য সিকিম ঘুরতে এসেছিলেন।