স্বাধীনতা যুদ্ধের চরম উপেক্ষিত এ দেশের মহানায়ক, আজাদ হিন্দ ফৌজ গঠন হত না যিনি না থাকলে
বেস্ট কলকাতা নিউজ : ইতিহাসে চরম উপেক্ষিত এক বাঙালি স্বাধীনতা সংগ্রামী। যিনি বদলে দিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সংজ্ঞা। এমনকি নাড়িয়ে দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত।এমনকি যিনি না থাকলে কোনো ভাবেই গঠিত হতো না আজাদ হিন্দ ফৌজ। তারপরও আজও তিনি উপেক্ষিত ইতিহাসের পাতায়। তিনি হলেন মহাবিপ্লবী রাসবিহারী বসু,তাঁর জন্ম হয়েছিল বর্ধমানের সুবলদহ গ্রামে ১৮৮৬ সালের ২৫ মে। ছোট থেকেই লাঠিখেলা শিখেছিলেন। ১৯০৮ সালে আলিপুর বোমা মামলায় জড়িয়েও পড়েন। তার পরেই তাঁকে বাংলা ছাড়তে হয়। তবে ভারত ছাড়েননি। চাকরি নিয়েছিলেন ব্রিটিশদের অধীনে। দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে হেড ক্লার্ক পদে। সেখানেই পল্টন বাজারের কাচে ঘিঞ্জি ঘোসি গলিতে থাকতেন। যোগাযোগ হয়েছিল এমনকি যুগান্তরের অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। জড়িয়ে পড়েছিলেন এমনকি বাঘা যতীনের নেতৃত্বাধীন এক বিপ্লবী গোষ্ঠীর কাজেও । এছাড়াও যোগাযোগ ছিল ‘আর্য সমাজ’-এর বিপ্লবীদের সঙ্গেও।