‘সেনাকর্মী’ দুর্ঘটনার কবলে পড়ল মা উড়ালপুলে, মদ্যপ ছিলেন কিনা প্রশ্ন উঠছে তা নিয়েও
বেস্ট কলকাতা নিউজ : এবার ‘সেনাকর্মী’ দুর্ঘটনার কবলে পড়ল মা উড়ালপুলে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। তিনি চিকিত্সাধীন রয়েছেন চিত্তরঞ্জন হাসপাতালে । রবিবার গভীর রাতে বাইকটি মা উড়ালপুল দিয়ে এসএসকেএমের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। সেই সময় যুবকটি ছিটকে পড়ে যান আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারানোয়।দুর্ঘটনাটি ঘটে আইটিসি হোটেলের সামনেই। বাইকের সামনে লেখা ছিল ‘আর্মি’। তা দেখেই মনে করা হচ্ছে, একজন সেনাকর্মী দুর্ঘটনাগ্রস্ত ওই যুবক।
এদিকে পুলিশও হাজির হয় দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই। তড়িঘড়ি ওই সেনাকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিত্তরঞ্জন হাসপাতালে। জানা গেছে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই। এদিকে মদের বোতল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। মদ্যপ অবস্থায় মোটরবাইক চালানোর ফলে এই দুর্ঘটনা কিনা, প্রশ্ন উঠেছে এমনকি তা নিয়েও। মা উড়ালপুলে বাইক চলাচল নিষিদ্ধ রাত দশটার পর। অথচ রবিবার প্রায় রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তাই পুলিশের নজর এড়িয়ে কীভাবে উড়ালপুলে উঠলেন ওই যুবক, সন্দেহ দানা বেঁধেছে এমনকি তা নিয়েও।