অলিম্পিকে বিশেষ অনুমতি মিলতে পারে ৫০০ জন বিদেশি স্বেচ্ছাসেবকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা ভাইরাস ফের মাথাচাড়া দিয়েছে প্রায় সমগ্র বিশ্বজুড়ে । বিশ্ববাসী প্রায় একরকম নাজেহাল মারণ ভাইরাসের দ্বিতীয় কিংবা তৃতীয় ঢেউয়ের দাপটে । একরাশ উদ্বেগকে সঙ্গী করেই এর মধ্যে প্রস্তুতি চলছে আগামী জুলাইতে শুরু হতে চলা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমেস-এর। তবে অলিম্পিকে এবার একাধিক বিধিনিষেধ আরোপিত হতে চলেছে করোনায় প্রবল ধাক্কায়। টোকিও অলিম্পিকে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে বাইরের দেশের থেকে কোনো রকম ভাবে দর্শকদের প্রবেশ। তবে সূত্রের খবর, যেহেতু সমগ্র গেমস আয়োজনের জন্য প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক প্রয়োজন, তাই অলিম্পিকে বিশেষ অনুমতি দেওয়া হতে পারে ৫০০ বিদেশি স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারকে।

প্রাথমিকভাবে আয়োজকদের প্রবল অনীহা ছিল অলিম্পিক গেমসে করোনার প্রকোপ এড়াতে বিদেশ থেকে স্বেচ্ছাসেবক গ্রহণের ক্ষেত্রে। কিন্তু গেমস সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চিন্তাভাবনা চলছে ব্যতিক্রম হিসেবে শেষমেষ বিশেষভাবে প্রশিক্ষিত ৫০০ বিদেশি স্বেচ্ছাসেবককে বিশেষ অনুমতি প্রদান করার বিষয়ে । গোটা অলিম্পিক গেমস আয়োজনের জন্য ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রয়োজন । যার মধ্যে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করার কথা ছিল ১০ শতাংশ অর্থাৎ, ৮ হাজার বিদেশি স্বেচ্ছাসেবকের । কিন্তু করোনা ভাইরাসের জেরে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ স্থগিত হয়ে যাওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে আয়োজকরা ভেবেছিল প্রাথমিকভাবে ২০০০ বিদেশি স্বেচ্ছাসেবক নেওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *