অভিযোগ উঠলো আর এস এস ঘনিষ্ঠতার , নির্বাচন কমিশন বদলে দিলো বিশেষ পুলিশ পর্যবেক্ষক কে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলায় জন্য নিযুক্ত বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক ৪৮ ঘন্টার মধ্যে বদলে দিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সম্ভাবনার কিছু দরজাও খুলে গেল একই সঙ্গে। এবার প্রশ্ন উঠল, ভোটের সময় তবে কি রাজ্য পুলিশের ডিজি বা কলকাতা পুলিশের কমিশনারকেও বদলে দেবে কমিশন? মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের জন্য জাতীয় নির্বাচন কমিশন বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিএসএফের প্রাক্তন ডিজি কে কে শর্মাকে নিয়োগ করেছিল । তার পর চব্বিশ ঘন্টার রেশ কাটতে না কাটতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে সাংবাদিক বৈঠক করে একটি ছবি তুলে ধরেছিলেন। তাতে দেখা গিয়েছিল, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আরএসএসের অনুগামীদের একটি সংগঠনের আলোচনা সভায় গিয়েছিলেন তৎকালীন বিসিএফের ডিজি কে কে শর্মা। তাই তৃণমূল নেত্রী দাবি জানিয়েছিলেন যে , পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরানো হোক কে কে শর্মাকে । তা না হলে পক্ষপাতিত্ব হতে পারে ভোটের সময়।

মমতার পাশাপাশি একই যুক্তি খাড়া করে আপত্তি তুলেছিলেন বাম শিবির ও । এই রূপ পরিস্থিতি তে বৃহস্পতিবার বিকেলেই জাতীয় নির্বাচন কমিশনএর পক্ষ থেকে জানানো হয় যে , পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক পদে আনা হচ্ছে নতুন মুখ। কে কে শর্মাকে অপসারণ করে ওই পদে নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক দুবেকে। কে কে শর্মাকে পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের নির্বাচন এর জন্য। গোটা ঘটনায় রাজনৈতিক জয় দেখছে তৃণমূল শিবির । কারণ, মূলত তাদের দাবি মেনে জাতীয় নির্বাচন কমিশন এই পদক্ষেপ গ্রহণ করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *