কলকাতা বইমেলা হবে আগামী বছরও ,এমনটাই জানাল আয়োজক কমিটি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতায় এই মুহূর্তে চলছে ‘বইমেলা ২০২১’৷ যা শেষ শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি৷ তবে তার আগেই আয়োজক কমিটি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আগামী বছরের বই মেলার প্রস্তুতি৷ যা বই প্রেমীদের কাছে একটা সুখবরও বটে৷ মূলত এই বছরের কলকাতা বই মেলা একরকম পিছিয়ে গিয়েছিল করোনা আবহের জেরে৷ কিন্তু বই পাড়ার বহু প্রকাশক এগিয়ে এসে অবশেষে একটি বইমেলার আয়োজন করেছে বইপ্রেমী মানুষের কথা ভেবেই৷ নাম দেওয়া হয়েছে ‘বইমেলা ২০২১৷ এই বইমেলার আয়োজক- বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি ৷ এই বইমেলা হচ্ছে সমস্ত রকম কোভিড বিধি মেনেই৷

সাংবাদিক কুনাল ঘোষ জানান বই ভালোবাসি তাই এই বই মেলায় এসেছি৷ একটু লেখার চেষ্টা করি৷ বইমেলায় বইপ্রেমী মানুষ যে এভাবে সারা দেবেন,সে কথা ভাবেননি বইমেলার আয়োজক কমিটিও ৷উল্লেখ্য এ বছর ‘বইমেলা ২০২১’উপলক্ষে বই মেলায় প্রকাশিত হল সাংবাদিক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের লেখা ‘রাধা-কৃষ্ণ’ বইটি ৷

বই মেলা কমিটির আহ্বায়ক তথা দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর রূপা মজুমদার জানালেন,শুরুতেই বইপ্রেমীদের ঢল দেখে এবার আরও তিনদিন বাড়ানো হয়েছে৷ প্রথমে ঠিক হয়েছিল ২৮ -৩১ জানুয়ারি বইমেলা চলবে৷ পরে তা বাড়িয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *