দার্জিলিং ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যরাতেই, রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ৬.৩

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দার্জিলিংসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ফের কেঁপে উঠলো বৃহস্পতিবার মাঝ রাতে ভূমিকম্পের জেরে । জানা গেছে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩। আরও জানা গেছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের চট্টগ্রামের কাছে মায়ানমার ও ভারতীয় বর্ডার এলাকা । তবে এই কম্পন অনুভূত হয়েছে ভারত, বাংলাদেশ, মায়ানমার ও ভূটানে। এই খবর পাওয়া গিয়েছে ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে ভূমিকম্পটি ২৫ নভেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১:৫৭ মিনিটে ১০ কিলোমিটারের খুব অগভীর গভীরতায় আঘাত হানে বলে। অগভীর ভূমিকম্পগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় গভীরতর ভূমিকম্পগুলি আরও বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই ভূমিকম্পের কারণে কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলেই। তবে সম্ভবত অনেক মানুষ হালকা কম্পন হিসেবে অনুভব করেছেন এর কেন্দ্রস্থল এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *