সুরক্ষার আশ্বাস জেলাশাসকের তা সত্ত্বেও এখনো পর্যন্ত অধরা বিডিও নিগ্রহে অভিযুক্তরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দফতরে ঢুকে সরকারি আধিকারিকদের মারধর এর ঘটনা ঘটলো৷ এই ঘটনায় কাঠগড়ায় উঠলেন খোদ রাজ্যের শাসক দলের পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীরা৷ ঘটনার পর ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও অভিযুক্তদের কেউ এখনো পর্যন্ত ধরা পরেনি৷ হাসপাতালে শুয়ে এক রকম শঙ্কিত সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিডিও কৌশিক ভট্টাচার্য৷ কোনও নিরাপত্তা নেই কাজের৷ আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্য সরকারের কর্মীরা৷ এই রকম পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তী বৈঠক করলেন সরকারি কর্মীদের সঙ্গে ৷ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস৷

জেলা শাসক চৈতালী চক্রবর্তী জানান, ‘‘আতঙ্কের কোনও কারণ নেই৷ সরকারি কর্মীদের মারধরের ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন৷ দোষীরা উপযুক্ত শাস্তি পাবে৷’’ তবে বৃহস্পতিবারের ওই ঘটনায় তদন্তের ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে আক্রান্ত আধিকারিকের৷ শুক্রবারই হাসপাতালের বিছানায় শুয়ে আক্রান্ত বিডিও জানিয়েছিলেন তাঁর অসন্তোষের কথা ৷

প্রসঙ্গত , বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালির এক পঞ্চায়েত প্রধান-সহ বেশ কয়েকজন শাসক দলের নেতা আলোচনার জন্য সন্দেশখালির ২ নম্বর ব্লকেরর বিডিও কৌশিক ভট্টাচার্যের অফিসে যায়৷ অভিযোগ, আলোচনা চলাকালীন পঞ্চায়েত সদস্যরা হঠাৎই মারধর শুরু করে বিডিওকে৷ অফিসের অন্যান্য কর্মীরা বিডিও-কে বাঁচাতে এলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। বিডিও-সহ ৬ জন সরকারি কর্মী এই ঘটনায় আহত হন। বিডিও অফিসের আসবাবপত্রও ভাঙচুর করা হয় এই ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *