স্থানীয় দোকানি ছিল নিশানায় , অবশেষে পুলিশ জঙ্গিকে নিকেশ করল বারামুল্লায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জম্মু ও কাশ্মীর পুলিশের গুলিতে নিকেশ হল আরও এক জঙ্গি৷ জানা গেছে নিহত জঙ্গির দলটি গুলি চালায় উত্তর কাশ্মীরের বারামুল্লায় সেনাবাহিনীর ‘এরিয়া ডমিনেশন প্যাট্রল’-এ৷ এরপরই জঙ্গিটি মারা যায় পাল্টা গুলির লড়াইয়ে , এমনটাই জানিয়েছে কাশ্মীর পুলিশ ৷ মৃত জঙ্গি জড়িত ছিল এমনকি বিহারের দুই শ্রমিক খুনের ঘটনাতেও৷

এদিকে কাশ্মীর পুলিশও টুইট করেছে নিহত জঙ্গির পরিচয় জানিয়ে৷ সেখানে জানানো হয়েছে, “নিহত হাইব্রিড জঙ্গির নাম জাভেদ আহমেদ ওয়ানি৷ সে কুলগাম জেলার বাসিন্দা ৷ ২০ অক্টোবর জাভেদ গুলজার নামে এক জঙ্গিকে দিয়ে বিহার থেকে আসা ২ জন শ্রমিককে খুন করতে সহযোগিতা করেছিল৷ ওই শ্রমিকদের মারা হয় ওয়ানপোতে৷ জঙ্গিটি এবার নিশানা বানিয়েছিল বারামুল্লায় একজন দোকানদারকেও৷” তবে পুলিশের গুলিতে গুলজারের মৃত্যু হয় কিছুদিন আগেই৷

তার কাছ থেকে (জাভেদ আহমেদ ওয়ানি) পাওয়া গিয়েছে এমনকি একটি পিস্তল, বুলেট ভর্তি একটি ম্যাগাজিন এবং পাকিস্তানে তৈরি একটি গ্রেনেডও৷ বারামুল্লায় সেনাবাহিনী ও চেরদারি পুলিশের উপর আক্রমণ চালাতে শুরু করে জঙ্গির দলটি৷ সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় সচেতন নিরাপত্তাবাহিনীও৷ আর তাতেই মারা গিয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা জাভেদ আহমেদ ওয়ানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *