অবশেষে রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষ উদ্যোগ প্রসূতি মৃত্যুর হার কমাতে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ উদ্যোগ নিল প্রসূতি মৃত্যুর হার কমাতে।এই উদ্যোগ নেওয়া হচ্ছে মূলত টিন-এজারদের মধ্যে গর্ভবতী হওয়ার হার কমাতে ।এদিকে স্বাস্থ্য দফতরের কর্তারা মনে করছেন টিন-এজ প্রেগন্যান্সির হার কমালেই প্রসূতি মৃত্যুর হার কমবে বলেই। ইতিমধ্যেই একটি এক্সপার্ট টিম তৈরি করা হয়েছে এ ব্যাপারে অনুসন্ধানের জন্য ।
মঙ্গলবার, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে স্বাস্থ্য ভবনে এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এও বলেছেন, ‘বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে টিন-এজার দম্পতি চিহ্নিত করে, তাঁদের পরিবার পরিকল্পনার আওতায় আনার জন্য।’