আজ মরশুমের শীতলতম দিন, আরও কমবে তাপমাত্রার পারদ
বেস্ট কলকাতা নিউজ : চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর । এবার সত্যি হল সেই পূর্বাভাসই৷ আজ সব থেকে শীতলতম দিন এই মরশুমের৷ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকেও ৩ ডিগ্রি কম । ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কেটে যাওয়ার পরও শীতের কোনো রকম দেখা পাওয়া যাচ্ছিল না । বাধা হয়ে দাঁড়াচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা । এর রেশ কেটে যেতেই অবাধে এ রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া । আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও নিচে নামবে ২ থেকে ৩ ডিগ্রি।আরও কম থাকবে কলকাতার ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে ।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতার আকাশ পরিষ্কার থাকবে । গত ২৪ ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ .৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম । গত দু’দিনে কলকাতায় রাতের তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াস ।